ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

মসজিদে এসি বিস্ফোরণ, গণশুনানিতে অংশ নেননি একজনও

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় সকাল ১০ টা থেকে গণশুনানি শুরু হলেও বেলা ১২টা পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শীও এতে অংশ নেননি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে বিকেল চারটা পর্যন্ত এ গণশুনানি চলবে।

গতকাল রাতে এতে পশ্চিম তল্লাবাসী ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহের ববি।

বিজ্ঞাপন

সকাল ১০ টা থেকে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হলেও গণ শুনানিতে অংশ নিতে কেউ আসেননি।

প্রসঙ্গত, গত শুক্রবার(৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩৭ জন মুসল্লি দগ্ধ হন। এরই মধ্যে মারা গেছেন ২৬ জন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |